ঈশ্বর আছে অদৃশ্য অবয়ব!
অন্তর দিয়ে করা যায় অনুভব!!
প্রেমাঙ্কুর মালাকার
ঈশ্বর এক দৃঢ় বিশ্বাস,
দেখা তো যায় না চোখে –
নাস্তিক ছাড়া মানে দুনিয়ার,
সব ধর্মের লোকে!
বিপদে-আপদে সতত মানুষ,
করে তাঁর স্তব-স্তুতি;
মানব হৃদয়ে বিস্ময় কর!
সুগভীর অনুভূতি!
শুনি কেউ কেউ চর্মচক্ষে,
পেয়েছেন দর্শন –
আমি পাই নাই! তবু অনুভবে,
বিমোহিত তন্মন!
একদা এদেশে আসে ক্রুশ্চেভ,
এই বাঙলার বুকে;
বিধান রায়ের চিকিৎসা খ্যাতি!
শুনেছেন নানা মুখে!
সবিনয়ে তিনি মস্কো যাবার,
জানান আমন্ত্রণ –
“ঈশ্বর হীন দেশে ভ্রমণের,
সায় দিচ্ছে না মন!”
বিস্মিত মুখে ক্রুশ্চেভ বলে,
“দেখেছো কী ঈশ্বর?”
সঙ্গে সঙ্গে বুদ্ধি-দৃপ্ত!
বিধানের উত্তর!
“তুমি কি দেখেছো?তড়িৎ প্রবাহ,
তার বাহী বিদ্যুৎ? “
“চোখে দেখা দায় শুধু বোঝা যায়,
শক্তি কী অদ্ভুত!”
“এমনি আমার ঈশ্বর হলো!
দেখা যে অসম্ভব –
তিনি যে আছেন! সেই অনুভূতি!
করা যায় অনুভব!”
—ooXXoo—