হাত
দীননাথ চক্রবর্তী
মা যখন কাঁধে হাত রাখে
কি যে ভালো লাগে !
যেন আকাশের চাঁদ…
স্কুলে যখন মাস্টারমশাই
হাত রাখে কাঁধে
কত ফুল ফোটে মনের বাগানে
দূর হয়ে যায় যত অবসাদ…
হঠাৎ একটা হাত যখন
কাঁধ ছোঁয় অজান্তেই
বিদ্যুৎ খেলে ঝড় ওঠে মনে …
কিছু হাত যখন প্রথম কাঁধ ছোঁয়
পলাশ ফাগুন শিমুল
পৃথিবী হয়ে উড়ে যায় আকাশে
আসলে ক্যানিং স্ট্রিটে প্লাস্টিক ফুল দোকানে…
মায়ের ছোঁয়া হাত
চির আদর সোহাগ অমলিন
মাস্টারমশাইয়ের ছোঁয়া হাত
নাগালের স্বপ্ন চিরকালীন।
বাকি সব হাতের স্পর্শ.. গল্প
ছোট বড় অনু দূরবীন।
—ooXXoo—