মানবতা….
✍️ প্রদীপ সরকার
মানুষের কথা মানুষেরা আজ ভাবেনা দেখি একটুও।
মান আর হুঁশ এই দুই বোধই নিয়ে জন্ম নিয়েছে সকল মানুষ যদিও।
এযুগেতে দেখি পাশের বাড়ির লোকেরা এখন, চিনতে চায়না প্রতিবেশীকে।
অহংকারে মত্ত মানুষেরা যেন বন্দি করে রাখে নিজতে নিজেকে।
করলে গো দোষ, নিজের মানস, বুঝতে তাহা পারে।
কিন্তু গো হায়, এ যুগের মানব মনবায়, সমক্ষে তা স্বীকার নাহি করে।
প্রেম প্রেম করে, মানুহ এখন হেদিয়ে মরে, প্রেমের মানে বোঝেনা।
ছোট ছোট্ট কথায়, বিষাক্ত বাক্যবাণ ছুঁড়ে দেয়, সদাই রক্তাক্ত করে চেতনা।
হায়রে এ কেমন মোরা মানুষ হলাম, মান আর হুঁশ হারিয়ে।
এই বোধে মিলে গড়েছে সমাজ, সভ্যতা আছে দাঁড়িয়ে।
—ooXXoo—