শুভ্রপ্রকাশ ঝর্ণা এনে দিয়েছে
দীননাথ চক্রবর্তী
শুভ্রপ্রকাশ একটা নক্সা এঁকেছিল
পাহাড়ের চূড়া থেকে সমতলে নেমে আসা
সবুজ সোনালী এক ঝর্ণা
কেননা পৃথিবীর মানুষ আজ চায় একটু শীতল জল।
রাত্রিকে সঙ্গী করে আকাশকে বলেছিল শুভ্রপ্রকাশ :
লক্ষ্মীটি আজকে তুমি যাও
নক্সাটা না হলে
গোধূলি এখানে আসা বন্ধ করে দেবে ।
মানুষের মনে গভীর বনে ঘুরেছে ফিরেছে
একা একা শুভ্রপ্রকাশ
নানা বর্ণের সেথা ফুল
কথা বলেছে খেলেছে হেদেছে ।
আবেগে একে অপরকে উষ্ণ চুম্বনে ভরিয়ে দিয়েছে
ডিমের খোসার মতো অলসতা ছাড়িয়ে
কত বসন্তকে ঘুম পাড়িয়েছে বিছানায়
তারপর যন্ত্রণাময় নক্সার পথ দিয়ে একদিন
ঝর্ণার ভালোবাসা কড়া নাড়ে দ্বারে …আজও।
শুভ্রপ্রকাশ ঝর্ণা এনে দিয়েছে ।
—ooXXoo—