রাত্রির কাছে সূর্যকে চেয়ে সূর্যকে আপন করিয়া পেয়েছি, সূর্যকে পেয়ে সত্যিই কি রাত্রিকে ভুলতে পেরেছি? রাত্রিতো রাত্রির মত সূর্য কখণো নয়, পাল্টাতে চাইলেও জীবনের অনেক কিছু পাল্টনো নাহি যায়। মনের ক্যানভাসে জীবনব্যাপী কত ছবি আঁকা হয় তার সব ছবি কি ফিকে হয়ে যায়? জীবন চলার পথে কত মানুষের সাথে পরিচয় হয় তাদের কেহ কেহ থাকে মনের মনি কোঠায়। বারে বারে তাদের কথা মনে পড়ে মন কত কিছু চায় তাতো পাওয়া যায়না আপন করে। রাত্রির শেষে সূর্য আসে প্রকৃতির আপন নিয়মে, জীবনের রাত্রি চলে গিয়ে সূর্য আসলেও চোখের অশ্রু নাহি থামে।।।