বড্ড ঘুম পেয়েছে
দীননাথ চক্রবর্তী
বড্ড ঘুম পেয়েছে আমার
কতদিন যেন ঘুমুইনি
অথচ ঘুমোবো বলেই গৃহবন্দী
তুমিও পেতে দিয়েছ কোল যাতে
ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি ।
তুমিতো আর মা নও
কিংবা আমার প্রেমিকা
যে কোল দিলেই
চোখে নেমে আসবে ঘুম ।
প্রকৃতিই যদি তোমার মা হয়
এত নিষ্ঠুর হলে কী করে?
লক্ষ্মীটি এবার তুমি যাও
ভুলতো হয়েছেই
সেকথা কতবার বলেছি আকারে ইঙ্গিতে
কেন বোঝো নাগো?
তুমি কোল দিয়েছ বলেই যে ঘুম আসেনা
তুমি গেলেই কেবল সম্ভব
যাও না গো
এবার একটু ঘুমুই।
—ooXXoo—