” প্রত্যক্ষ “
রণজিৎ মন্ডল
জীবনকে দেখেছি কাছে থেকে, দেখেছি অনেক বেদনা,
শেষ মুহূর্তেও বাঁচার আশা
সয়ে সয়ে শত লাঞ্ছনা।
বিকাইছে ফল, বিকাইছে জল, বিকাইছে যত ব্যঞ্জনা,
কারো মনে কোন নেই শোচনা নেই
কোন কারো শান্তনা।
সারাটাদিন কাজ আর কাজ, বাঁচতে
হবে এই আশা আজ,
পথের বাসরে কল্পনা,
কতটা রাখিব, কতটা খাইবো, জমানো
ধন বঞ্চনা।
যা ছিল তার হয়েছে সবার, নেই কিছু
আজ সঞ্চনা,
বলিব কাহারে, শুনিবে কে আর সবই
যে তার আপনা!
নেই সে আজ, ভদ্রতার লাজ, একটু
শান্তি দিল না,
বাঁচিয়াছে সে মরিয়া আজ আপনার
কেহ রহিল না!
—ooXXoo—