জীবনের অতীত
মৃনাল কান্তি বাগচী
———————
সময়ের সাথে সাথে
কত কিছু হারিয়ে যায়
জীবন হতে
যা হারিয়ে যায়, তার অনেক কিছু
মন চায় আবার ফিরে পেতে।
চাইলেই সে সব ফিরে পাওয়া
কখনো নাহি যায়,
অতীত স্মরিয়ে কখনো কখনো
আনন্দে ভরে যায় হৃদয়।
অতীতের সুখ স্মৃতি
জীবনকে নিয়ে যায়
আনন্দ পারাবারে,
তাই মন ফিরে পেতে চায়
অতীতকে বারে বারে।
যদিও সময় থেমে থাকেনা
সময়ের সাথে সাথে পরিবর্তন হয়
জীবনের চাহিদা,
তবুও জীবন অতীতকে
ফিরে পেতে চায় সদা,
জীবনের এই রহস্য কেহই জানেনা,
অতীত যতই দুঃখের থাকুকনা
তবুও মন অতীতকে ফিরে পেতে চায়
তাকে কিছুতেই ভুলতে পারেনা।
———–#######———