গাছ ও বিশ্ব উষ্ণায়ন
মৃনাল কান্তি বাগচী
ওহে বন্ধু! আমরা সবাই জানি
গাছ লাগালে রোধ করা যায়
বিশ্ব উষ্ণায়ন,
তাই গাছ লাগাতে দ্বিধা
রাখা ঠিক নয় কখনো।
গাছের মত বন্ধু কি
কাউকে পাওয়া যায়?
গাছের অপ্রতুলতায় গ্রীষ্মের দাবদাহে
করিতে হয় সবাইকে হায় হায়!
একটি গাছ, একটি প্রাণ
এই স্লোগান বহু পুরাতন,
তবুও আমরা হয়নি এখনও
তেমন করিয়া সচেতন।
বিশ্ব উষ্ণায়নে জীব কূল
আজও করে হাঁস ফাঁস,
অধিক গাছ লাগিয়ে
বিশ্ব উষ্ণায়ন করিতে হবে হ্রাস।
গাছই জীবন
গাছই জীবনের আশ্বাস,
গাছই মনুষ্য জীবনের
সকল আশা ভরসা
গাছই বেঁচে থাকার বিশ্বাস।
গাছের সংখ্যা বাড়িলে
অবধারিত হবে বিশ্ব উষ্ণায়ন হ্রাস,
রাখিতে হবে সদা মনে
এই গভীর বিশ্বাস।
বিশ্ব উষ্ণায়ন রোধে
গাছ লাগানো হোক জীবনের
ব্রত,
গাছ সমগ্র বিশ্বকে সুন্দর ও
সুশোভিত করে
জীবনকে করুক শতদলে বিকশিত।।।
———–########——-