মহাভারতের ভীড়
প্রেমাঙ্কুর মালাকার
“পবিত্র” নামে, হোটেলে কাটাই,
দু’রাত হরিদ্বারে –
স্বর্গের দ্বারে, হিন্দু ভারত,
ছুটে আসে বারে বারে!
পর্বত চূড়ো, প্রহরীর মতো,
ঘিরেছে হরিদ্বার ;
সেই চূড়োতেও, কতো মন্দির,
অপরূপ শোভা তার!
মহাভারতের, উপছানো ভীড়,
হরিদ্বারেই মেলে-
গঙ্গার ঘাটে, চলেছি উজিয়ে,
যাত্রীর ভীড় ঠেলে!
—ooXXoo—