পরলৌকিক ক্রিয়া হতেই শেষ যত আছে স্বজনগন ধীরে ধীরে তারপর একদিন সব্বাই ভুলে যাবে | যাবার আগে তাইতো তোমরা ধর্মের কুসংস্কার ভুলে মানবতার ধর্মকে দিয়ে যাও প্রাধান্য
রক্ত কিংবা চক্ষু কিংবা দেহ দান করে মানুষের স্বার্থে বন্ধু আপন জীবনটারে করে তোল ধন্য |
তাকিয়ে দেখো কত মানুষ দেহ যন্রের যন্ত্রাংশ অকালে বিকল হয়ে মৃত্যুর কোলে ঢলে পরে |
বাঁচাতে তাদের জীবন প্রাণ তাই এসো,করো সবে অংগীকার এক্ষণে করবো দেহদান মানুষের তরে |