পাইনু না হায় মনের মানুষ
✍️ প্রদীপ সরকার
পাইনু না হায় মনের মানুষ, এই মায়ার দুনিয়াতে।
বাসেনা ভালো, কেউ মোরে গো, সবাই মেশে স্বার্থতে।
কেই বা প্রিয়, আপন মম, হলো না সঠিক বোঝা।
তোমার মতো, হায় আপন কেহ, বৃথাই হলো খোঁজা।
বুঝি না গো হায়, এ কেমন মায়ায়, আমি আছি ডুবে।
কেউ তো আমার নাই গো আপন, এই নীলাকার ভবে।
পাইনু না হায় মনের মানুষ এই মায়ার দুনিয়াতে।
বাসেনা ভালো, কেউ মোরে গো, সবাই মেশে স্বার্থতে।
হেথায় নাই গো আলো কালোর মাঝে,
হায় সবাই ঘোরে বহুরূপীর সাজে,
দেখিনা গো, তোমার মতো কারও, প্রেমে ভরা মন।
বাহিরের ওই আলাপ মিঠি,
দেখে যাহার সঙ্গে মিশি,
বেশ কিছুকাল পরে বুঝি,
তাদের মনের মাঝে ঘোরে কেবল স্বার্থ সর্বক্ষণ।
পাইনু না হায় মনের মানুষ, এই মায়ার দুনিয়াতে।
বাসেনা ভালো, কেউ মোরে গো, সবাই মেশে স্বার্থতে।
—ooXXoo—