নারী
আগান্তুক
ও মেয়ে তুই নীরব কেনো?
তোর চোখে কেনো জল?
আজ তো তুই স্বাধীন মুক্ত,
চেতন জ্ঞানেও সবল!
তবুও কেনো লুকিয়ে কাঁদিস?
আঁচল দিয়ে মুখটি ঢাকিস!
কষ্ট গুলি সয়ে সয়ে….
ভীতরে ভীতরে ভাঙতে থাকিস!
এসবে কি আর তোকে মানায় বল ?
এই ধরাতে তুই-ই তো সব ,
গড ভগবান আল্লাহ রব ..
তোর বুকেই যে সবার বাস ,
তোর জথরেই সৃষ্টির গৌরব!
তুই তো মেয়ে সর্ব ত্যাগিনী ,
প্রেমিক মনের অনুরাগিনী !
দয়ায় ভরা মা শারদা ,
তেজস্বীনি ঝাঁসির রানী !
তুই বিনা যে সবই বিকল !
চাইলেতো তুই সবই পারিস ,
ভাঙতে পারিস গড়তে পারিস!
এক মুহূর্তে থমকে গিয়ে ,
সৃষ্টিতে দাড়ি টানতে পারিস !
তোর চোখে কি মানায় বল না জল ?
তুই-ই তো নারী জীবন তরীর.একমাত্র সম্বল ।
—ooXXoo—