হৃদয় দাবানল
মৃনাল কান্তি বাগচী
ভালোবাসার বৃষ্টি চেয়ে
জোটে যদি ভাগ্যে গ্রীষ্মের
দাবদাহ,
তাতে দগ্ধ হয় প্রতিনিয়ত
সুকোমল হৃদয় অহরহ।
সেথায় ফোটেনা বসন্তের
পলাশ, কৃষ্ণচূড়া শিমূল
শুধু জ্বলে তথায়
অসহনীয় বিরহের দাবানল।
বনের দাবানলে বন পোড়ে
সাদা চোখে দেখে সবাই,
হৃদয়ের হুতাশনে মন পোড়ে
দেখিতে পায়না কেহই।
হৃদয় আকাশে জমিলে মেঘ
হয়না কখনো ভালোবাসার বৃষ্টি,
গ্রীষ্মের দাবদাহে হৃদয় পুড়িলে
ভালোবাসা হারিয়ে গিয়ে
হয় অনাসৃষ্টি।
বৃষ্টি বিহীন ভালোবাসা
হৃদয় পুড়িয়া করে খাক,
ভালোবাসার বৃষ্টি আর হৃদয় মরুভূমি
এই দুইয়ের মাঝে রয়েছে আকাশ পাতাল ফারাক।
ভাগ্যবানের ভাগ্যে থাকে ভালোবাসার বৃষ্টি
যা জীবনকে করে সুখী ও মধুময়,
ভাগ্যহীনের ভাগ্যে থাকে দুঃখের অনল
যা জীবনকে করে দুখী ও দুঃস্বপ্নময়।।
———-#######——–