তুমি দেখ আমারে, আমি দেখি তোমারে, তারপর কোথায় হারিয়ে যাই দুজনে দূর থেকে দূরে! শুধু একটি মুখ রয়ে যায় মনের গভীরে। যে কথা বলে না, কথা শোনে না, বুঝি না কি তার অন্তরে, ঝিনুকে মুক্ত সেও মেলে সমুদ্রের গভীরে, পেয়েছে কি কেউ খুজে কার আছে কি অন্তরে! পায় না কিছুই যতই খোজো অন্তর থেকে অন্তরে। এই চলা, এই কথা বলা শেষ হয়, শেষ হয় না ভাবনা ভাবনার শিকড়ে, কে জানে কার কথা, কি চায় তার কাছে, কি দেয় তারে! সবই অনুভূতির আকাশে ভেসে থাকা, শরতের মেঘ হয়ে, নীরবে চলা আর কাঁদা গর্জন করে। অবশেষে এক ফোটা অশ্রু পতন বৃষ্টি হয়ে চোয়ালের কিনারে, মুছে ফেলা লুকায়ে দ্রুত, কেউ কি দেখলো এই ভেজা ভেজা চোখ দুটিরে! ভয় পিছু ছাড়ে না, মন কথা শোনে না, আবার ভাবে তারে, শেষ নেই এই ভাবনার, অন্তর কাঁদে অন্তরে, পিছন ফিরে দেখি, যে আছে মনের গভীরে, সে কি এলো আবার দেখিতে মোরে, নয়নে নয়ন রেখে একবারের তরে!