ভুল-ভুলাইয়া
আগন্তুক
ক্রমাগত বয়ে যায় বেলা…
ঝরে পড়ে ভোরে ফোটা ফুল।
জীবনের স্মৃতি পাতা জুড়ে,
রয়ে যায় শত শত ভুল !
কিছু ভুল হয়তো বা শোধরাবার ,
কিছু ভুল জ্বালায় অবিরত ,
কিছু রয় নেশাতুর চোখে ,
কিছু করে উঁচু মাথা নত !
তবুও শিখে চলি মোরা ,
ভুলের মাশুল দিতে দিতে..
তবুও করে ফেলি ভুল ,
ক-জনেই বা পারি শিখে নিতে !
এভাবেই ছোটে ভুল,সঠিকের উদ্দেশ্যে ,
এভাবেই তুমি আমি রই ধারায় ভেসে ,
এভাবেই আগামী হয়ে ওঠে গত ,
চির চেনার মাঝেও আগন্তুকের বেশে !
—oooXXooo—