দুপুর
মৌসুমী ঘোষাল চৌধুরী
উতলে যেতে যেতে দুপুর গড়ায়,
পার্শ্ব বর্তী গুহা থেকে যে টব চুরি করেছি;
সে তো জীবন্ত ছিল।
আমি মাঝ সমুদ্রে যে বীণা দেখলাম;
রাজিয়া সুলতানার , কদিনের মধ্যে ই সে
পাটরানী, রাজসমাবেশে সম্রাজ্ঞী;
সাম্রাজ্য শেষ অবশ্যাম্ভাবী ; অথচ নারী বলেই অস্থায়ী
যারা কয়েকটি দশক ধরে গান গায়,
তারা ভ্রমরের ব্যথা জানিয়ে
যোদ্ধার টিপে কিসের ফুলেল অনুষঙ্গ খোঁজে !
—ooXXoo—