অসীম এই সূদুর মহা ব্রহ্মাণ্ড, যারে দেখে মনে হয়, হোথায় সবায়, বিরাজে খণ্ডবিখণ্ড, তাহার সবই তো তুমি। তোমার অসীম প্রাণের প্রেমের পরশ লভিতে গো তাই, নিত্য অহরহ সাধনা করে যাই, এই আমার আমি। যখন তোমাকে, না পেয়ে গো কাছে, হৃদিমাঝে মম যাতনায় কষ্ট পাই। তোমারই মুরতি সারি, তখন স্মৃতির আধার ফাড়ি, মরমে বহিয়া যাই। তবুও গো প্রিয়, মনে মনে ভাবি কখনও কখনও। সে প্রথম দরশন বিনা তো, তুমি আসিলে না কাছে মম হে আজও। সে প্রথম দিন হতে প্রিয়, আমার প্রাণের চির লালিত সপ্ন, আজও তো হলোনা সাকার। সেদিনের সেই সোহাগের, মধুময় সেই ক্ষণেক সময়ের, স্মৃতি আজও তো, ভোলা হলোনা আমার।