লজ্জা পেওনা
দীননাথ চক্রবর্তী
ওপরে যদি উঠতে চাও
পোস্টার সাঁটাও দেদার
লজ্জা পেওনা সম্পাদকীয়তে
লজ্জা পাবে নীচে পড়ে থাকা
লজ্জা পাবে সঙ্গহীনতা
লজ্জা পাবে বোকা আর সময়
ভালো মানুষী বিচার…
তাই লজ্জা পেওনা
ভয় পেওনা
মাথার উপর হাত
রক্ষা কবজ
রাজার -নীতির না …
নিন্দুকেরা বলুক আনুগত্য
আসলে তা কৃতজ্ঞতা আর
কৃতজ্ঞতাই তো হৃদয়ের উষ্ণতা
তাই লজ্জা পেওনা
আরো আরো পোস্টার সাঁটাও
আরো আরো বয়কট
ভুলে যেও না
ওপরে ওঠার চাবিকাঠি টি
কতটা নিচে নামতে পারছো
তাই লজ্জা পেওনা…
জেলে ঢুকলেও লজ্জা পেওনা
তোমাকে হিরো বানিয়ে দেবে জেলই
যতটা একাকীত্ব জেলে
সুদে আসলে পুষিয়ে দেবে
যখন জেল থেকে বেরুবে
ফুলে মালায় সম্বর্ধনায়
রাঙিয়ে দেবে পোস্টার ফেস্টুন স্লোগানে
তাই বলছি লজ্জা পেওনা…
শুধু তাই নয় জেনো
কোন এক বারোই জানুয়ারির বিবেক মঞ্চে তখন
তুমিই মধ্যমণি
তাই লজ্জা পেওনা…
—oooXXooo—