আমি এক ক্ষুদ্র লেখক
রতন চক্রবর্তী
“”””” “”””” “”””” “”””” “”””” “””””
আমি এক ক্ষুদ্র লেখক
একটু আধটু কবিতা লেখা আমার অভ্যাস |
তাই বলে নিজেকে কবি ভাবি না কখনো
নিজ নামের আগে কবি লেখারও নাই বদ অভ্যাস ||
আজকাল অনেক কবিকেই দেখি
নিজ নামের আগে লেখেন কবি,প্রতিদিন |
এমন ভাবনার দুঃসাহস
না যেন হয় আমার কোনদিন ||
পূর্বে বঙ্গভূমে জন্মেছেন অসংখ্য কবি যারা
দেখিনি তাদের কাউকেও আমি ,
নিজ নামের আগে লিখতে তাদের
কবি অমুক,অমুক নাম খানি |
কবি বলেছেন জনগণ
তাদের কাব্য ভাবনায় ,কাব্য লেখনী পাঠে তৃপ্ত হয়ে |
আমিও সেই কবিদের পথে হেটে
লিখে যাই কবিতা মন দিয়ে ||
আমি জানি,আমি কবি নই
আমি মানুষের প্রতিনিধি ভাই |
মানুষের প্রেম বিরহ সুখ দুঃখের কথা
কবিতায় লেখার কাজটাকে যতনে তাই করে যাই |
—oooXXooo—