আজ প্রজাতন্ত্র দিবস
শ্রী নীলকান্ত মনি
আমরা সবাই রাজা
আমাদের এই রাজার রাজত্বে—
নইলে মোদের রাজার সনে
মিলব কী স্বত্বে?৷
যখনই নিজেকে ভাবি রাজা
রয়ে গেলো বাকি যারা
তারা হয় প্রজা!
রাজা হয়ে যদি পাই মজা
প্রজার মঙ্গল যাতে হয়
সতত সচেষ্ট যেন রই
জীবনে সব মুখ্য কাজে
যেন অনুভব করি সে প্ররণা
জারি রাখি সেই পথ খোঁজা!
—oooXXooo—