মহিমা
✍️ প্রদীপ সরকার
যেমন ভোরের সূর্য উদিত হয়, সোনার আভা ছড়িয়ে।
তেমনই গো তুমি, প্রেমের প্রভায়, দিয়েছো জীবন ভরিয়ে।
রবির কিরণে, এ পৃথা যেমনে, সারাদিন রয় উজ্জ্বল।
তোমার প্রেমে প্রিয়, তেমনই দিবানিশি মম, রহে গো হৃদয় উচ্ছল।
যেমন, তপন আলোক বিনা এই ধরা, আঁধারে ভরিয়া যায়।
তেমনই গো প্রিয় তোমার বিহনে, মম এ হৃদয় বিরহে ভরিয়া রয়।
এ কেমন তোমার প্রেমের মহিমা।
প্রেম বিনা কভু, তোমার নাহি কোনও চাওয়া।
অন্তর মম, সদা শুদ্ধ করিছো, মর্মদহনে জ্বলিয়া।
আনন্দ যেন, প্রবাহে গো প্রিয়, চলে গো পরাণে বহিয়া।
যত চাহে মন, তত বাঁটিলে নিত্য, তবু এ ধনের নাই অন্ত।
তাই বুঝি প্রিয়, তোমার লভিতে মন, পার হয়ে চলে শত যুগান্ত।
—oooXXooo–