বড্ড একা
নবু
অনন্তকাল ধরে
মরিচিকা ধাওয়া করে
পেয়েছি শুধুই হতাশা
আশা, হাতে হাত রেখে
সোনা রোদ্যুর মেখে
যদি, একটুকু মেটে পিপাসা।
গাল ভরা কথা শুধু
ভালোবেসে গেছি,
পাশেতে আসেনি কেউ
বলে পিছনেতে আছি।
বিপদ এসেছে গেছে-
যবনিকা নামে পাছে
ভেঙ্গেত পড়িনি কভু নীচে,
বুজেছি সব হাত ছানি মিছে।
ভালোবাসা সেই পায়
সোনা রং যার গায়
শিশির বিন্দু ঘামে মেশে,
রাজারা ঘুরে ফেরে
নিয়ে যায় জোর করে
তারিয়ে তাদের ঘুম দেশে।
—oooXXooo—