পচাত্তর বছর স্বাধীন মোরা বলতে সরম লাগে, বলতে শুনি পুরনোদের মুখে ভালো ছিলাম আগে। বুটের লাথি খেয়েও তখন ভয় ছিল না কথায়, বেপরোয়া মনের জোরে লড়াই স্বাধীনতায়! লাগাম ছিল না মুখে কারো বুটের বিরোধীতায়, বিরোধীতা করলেই এখন তকমা বিদেশীয়ানায়! অভাব থাকলেও স্বভাব কারো যায়নি রসাতলে, সাত কেজি ফল নাস্তা করে টাকার বস্তার তলে! কাজ কর্ম শিকেয় তুলে পূজো পার্বণ করে, প্রয়োজনে মানুষের সেবায় পূণ্যি মানুষ মেরে! আকাশছোঁয়া বাজার দরেও হুশ ফেরে না কারো, খাই না খাই স্মার্ট ফোনে চোখ ঢুকিয়ে মর! আধুনিকতার বেহাল দশায় ছেড়া জিনসে বাহার, স্বাধীন শুধু পোশাকে আর প্রেমে পরকিয়ার। বিয়ে থাওয়া সেকেলে ভাই লিভটুগেদার ভালো, রান্নার ভয়ে রেস্তোরাঁয় গিয়ে ভাগাড়ের মাংস গেলো। জনগনমন অধি যাবে এবার চিতায়, গুল গুল হ্যাঁয় মেরা মন জাতীয় সংগীত বাজায়। এই স্বাধীনতা খাচ্ছে যারা পাচ্ছে কালো টাকা, আসল মানুষ মানুষ নয়কো তাদের পকেট ফাঁকা !