চুপ চুপ নিশ্চুপ
মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার)
ঢাক বেজেছে ঢোল বেজেছে
কয়েকদিন আর মাস আগে
জিতেচে আহা বেশ করেছে
এমন বছর বছর জিততে হবে !
সেতো মামু বুঝলাম রাজার ছেলে
একলা ঘরে ফুর্তি কর দিন রাত
পুলিশের ফাঁসে দলের ছেলেপিলে!
চলচ্ তো হে সোর্স টাকা র বাজিমাত
চুপ চুপ চুপ দেয়ালের কান আছে
রাত দুপুরে মালঝাল মেয়েমদ্দ নাচে
বুক ধুক পুক কাদি শুধু চুপ চুপ নিশ্চুপ
মাসী পিসি দাদা কাকা জল্লাদ আছে!!
—oooXXooo—