একদিন
আগন্তুক
একদিন হয়ে ক্ষত,মৃত জোনাকির মত,
মায়ার বাঁধন ছিড়ে,কোনো এক অচিনপুরে,
চিরতরে হারিয়ে যাবো!
স্মিতির পরাগ বয়ে, ক্রমাগত ক্ষয়ে ক্ষয়ে,
ধূধূ মরিচিকার ন্যায়,মৃতব্যয়ী কুয়াশায়,
আলেয়ার সঙ্গতে রবো!
সেদিন আকুতি ভরে,যতই ডাকো মোরে,
ফিরবো না ফিরবো না,ফিরলেও চিনবে না,
পারবেনা রাখতে বুকে!
এর চেয়ে ভালো, মনের দরজা খোলো,
উড়িয়ে যত আছে আস্তাকুড়ের ধুলো,
ভালোবেসে শুধু একবার নিজেকে!
তবুও যদি ফিরে,কবুও মনে পরে,
আকাশের পানে চেয়ে,বাতাসের গন্ধে নেয়ে,
বাঁচার মানে শিখে নিও!
আমি নব ত্বরঙ্গের,অনামী রঙ্গের,
হয়তো বা কোথাও না কোথাও রবো!
ফের পলকেই হারিয়ে যাবো!
“””””””'”””””””””””””””