আবার কথা হবে
রতন চক্রবর্তী
“””””””””””””””””””””
ঠান্ডায় জবুথবু হয়ে
চোখ বুঝে শুয়েছিলাম বিছানায়
ডালিয়া রান্না হলেই
ডেকে বললেন গিন্নি তখন আমায়
দশটাতো বেজে গেছে
কিগো খাবে কখন?জমে যাবে ঠান্ডায় |
তারপরে ওরে বাবা বলে
আলস্য ঝেড়ে নেমে নিচে,বসে আসনে
রাতের প্রিয় খাবার আমার
গরম গরম ডালিয়া ফু দিয়ে খেলাম যতনে
এখন রাত বাজে এগারোটা
ফেস বুক ঘেটে কিছু সময় যাবো শয়নে |
যদি রাতটুকু ভালোভাবে কাটে
ঈশ্বর কৃপায় আর তোমাদের ভালোবাসায়
তোমাদের সকলের সাথে বন্ধুবর
আবার কথা হবে কাল কমেন্টস,গল্প,কবিতায়
সর্বশক্তিমান ঈশ্বর চরণে প্রার্থনা
ভালো রাখুন তোমাদেরও তার আশিষে সবায়।
—oooXXooo—