পাপড়ি
ভূদেব ভট্টাচার্য্য
দুষ্টুমিতে ভরা চোখ
মুখে মধুর হাসি,
তোমায় ভালবাসি –
আমি তোমায় ভালবাসি।
হাসলে তোমায় লাগে ভালো –
বাড়িটাকে করো আলো,
সারাক্ষণ ডাকাডাকি খোঁজাখুঁজি
মনটা তাই লাগে ভালো।
তুমি চলে গেলে
মনটা হয় খারাপ,
তুমি তো ফুলের মতো
তুমি যে নিষ্পাপ।
তোমার যারা বন্ধু আছে
সবাই ভালবাসে,
সুখে দুঃখে থাকবো আমি
তোমার আশেপাশে।
মাঝে মাঝে ছুটে যাই
তোমায় দেখব বলে,
কোনদিনও আমায় তুমি
যেও না গো ভুলে।
আশা করে বসে আছি
আবার কবে আসবে ?
ঠোঁট বাঁকিয়ে চোখ নাড়িয়ে
ওই মিটিমিটি হাসবে।
তোমায় দেখতে বড্ড আমার
মনটা করে আনছান,
দেখতে দুদিন দেরি হলেই
বুকটা করে খানখান।
—oooXXooo—