পরম আপন
আগন্তুক
আবার জন্মালে….
ঠিক ! গাছ হবো দেখো!
এক পৃথিবী স্বপ্ন নিয়ে..
ঠায় দাড়িয়ে থাকবো তোমার অপেক্ষায়!
তুমি এসে বসবে ক্লান্তিতে ঢলে
আমার ছায়া তলে!
রুক্ষ মরুতে নেবো ক্যাকটাসের রূপ,
তোমার তৃষ্ণা মেটাতে!
বোহেমিয়ানা জঙ্গলে ছাপিয়ে যাবো..
একান্তে সবুজের সীমাহীন অনন্তে!
দেহে ফোটাবো রঙ বেরঙের ফুল ফল,
তোমার দৃষ্টি আকর্ষণে,
তোমার ক্ষুধা নিয়ন্ত্রণে!
সেদিন চাইলেও আমায় ছুড়ে ফেলতে পারবেনা।
সালোকসংশ্লেষের গভীর আলিঙ্গনে,
জড়িয়ে নেবো তোমায়!
অক্সিজেন হয়ে বইতে তোমার ধমনী শিরায়।
এ জনমের যত আছে অনুযোগ অভিযোগ,
দেখো ! সব..সব মিটিয়ে দেবো!
শত আঘাতেও , উফ্ টুকু শব্দ না করে!
বিকেলের সোনারোদ পেরিয়ে যখন,
পাখিরা ফিরবে তার নীড়ে,
আমার পাতায় ডালে কোঠরে কোঠরে
তাদের খুনসুঁটিময় মিষ্ট আলাপনে মধুর সুরে
দিগন্ত ভরবে!
আমিও তখন বাতাসের তানে,
মড় মড় শব্দে বাজবো,
পাখিদের সুরে সুর মিলিয়ে!
তোমার মন ভরাতে।
আমার যা কিছু সবই যে তোমার!
তুমি ছাড়া কে ই বা বলো,পরম আপন আমার?
—oooXXooo—