নিয়ম না মানা যেখানে নিয়ম কি হবে সভা ডেকে ? বিচারের নামে ন্যায় নীতির গলাটিপে হবে প্রহসন। বিচার সভায় যত অবিচার নেই কেন তার প্রতিকার ? লাথি মেরে ভেঙ্গে ফ্যালো, ওদের ঐ সিংহাসন। কথা বলা বোবা যারা- চাপে পড়ে ভীরু তারা দিক জ্বেলে-যাক পুড়ে ওদের আস্ফালন। ছিল যত অ-কথ্য- জানুক সবাই সত্য মেরে চাবুক- উঠুক জ্বলে জ্বলন্ত দাবানল। যাক ধুয়ে যাক মুছে আছে যত অনাচার আর নাতো হাহাকার করুক ওরা আত্মসমর্পণ !!