খিচুড়ি
রতন চক্রবর্তী
বেশ জমেছে ঠান্ডারে ভাই
মাঝে মাঝে বড্ডো লাগছে কাঁপন হাড়েতে |
ঠাম্মিকে তাই বললাম ডেকে
ঠাম্মি,ও ঠাম্মি খিচুড়ি খাবো আজকে রাতে ||
তাইনা শুনে ঠাম্মি আমার
নিজ হাতে বানালেন খিচুড়ি যতন করে |
একটু পরেই গরম গরম
খাবো খিচুড়ি চামচে করে ফুঁটি মেরে ||
তারপরেতে মুখটি ধুয়ে
ওরে বাবারে ,কি ঠান্ডারে বাবা,ঠান্ডা বলে,
চট পটা চট উঠে খাটে
পড়বো শুয়ে গাটি ঢেকে তুলতুলেতুল কম্বলে |
ঠাম্মাও আমার শোবেন সাথে
শোনাবেন বিক্রম রাজার গল্প ,গল্প বুড়োর গল্প হতে |
ঘুমের রানী তারপরেতে যখন
আসবেন চোখে ,যাবো তখন দুজনেতে ঘুমের দেশেতে |
—oooXXooo—