মুখ দেখে কারো ভালোবাসা জাগে, কারো মুখ দেখে তারে মন ত্যাগে, কেন বলো এমন হয়? সবই যেন তার মহিমায়! এ জনম যেন বৃথা যায় ! মানুষ চেনা হল না আমার, যারে ভাবি আপন সে হয় পর, ব্যাথা দিয়ে চলে যায়! কেন বলো এমন হয়? হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, মানুষের কেন এতো বেশী আশা, এ যে প্রাণে না সয়! কেন বলো এমন হয়? প্রকৃতির সেরা মানুষ যদি হয়, বন, পাখি, ফুল বল কোথা রয়, পশুপ্রেম দেখে আজও মনে হয়, মানুষ সেরা নয়! কেন বলো এমন হয়? ফিরিতে চাহি না মানব জনমে, ভরে গেছে দেশ অধমে অধমে, নোংরামি আর লোভ ছাড়া কিছু অবশিষ্ট নাহি রয়, কেন বলো এমন হয়?