এক পৃথিবীর মধ্যে তুমি অন্য কেমন করে ?
যদি এক দেশেতে করে থাকো বাস,
জাতের দোহাই দিয়ে কেন রক্তে খেল হোলি ?
যদি এক মাটিতে অন্ন সুধার চাষ।
এখানে তোমার আমার মায়ের স্নেহে আসা
তবে কেন বুঝিনা মায়ের ভালোবাসা
তবে কেন দুঃখের দিনে উল্লাসে রই মেতে ?
যদি এক বাতাসে নিয়ে থাকি শ্বাস,
নিয়ে থাকি শ্বাস।
আমায় তুমি মন্দ ভালো যেটাই বোঝার বোঝ,
আমার কথার মানে শুধু একটুখানি খোঁজ
জীবনের রং তামাশা শেষ হলে পর
সবারই নাম তো হবে লাশ,
সবারই নাম তো হবে লাশ।