সারদামা
দীননাথ চক্রবর্তী
আমি হারিয়ে ফেলেছি আঁচল চাবি ভোগ বাসনার জঙ্গলে ,
ভেতর থেকে দিয়েছে আগল চণ্ড ভণ্ড চণ্ডালে।
দিন যে আমার যায় চলে যায় মাতৃ বিনা আঁধারে ,
সকাল সন্ধ্যে ঝাঁট পড়েনা জপ তপ মন্দিরে
বারে বারে চেষ্টা করেও ব্যার্থ আমি সংসারে
সাধন চাবি মরচে পড়ে ভেঙে গেছে অচিরে
ভক্তি পুকুর ভরে গেছে শ্যাওলা ঝাঁঝি জঞ্জালে ,
মজে মজে মর্জা জুড়ে আতঙ্ক আর কঙ্কালে।
—oooXXooo—