মৃত্যু রহস্য অন্ধকার
প্রণতি ভৌমিক
আগুনের শিখাটুকু নিভে গেছে
পরে আছে এক মুঠো ছাই
শরীর পুড়েছে ওই লেলিহান শিখায়।
পোড়া গন্ধে ভরা চারিদিক
মৃত্যুর রহস্য ঢেকে গাঢ় অন্ধকারে
ভষ্ম ওড়ে খেয়ালী বাতাসে।
—oooXXooo—