এখনও অবকাশ আছে
শ্রী নীলকান্ত মনি
বাংলা দেশ
তোমার সবুজ বুকে
এখনো অনেক অবকাশ আছে!
ধান ক্ষেত, ধেনু চরা মাঠ
সুনীল আকাশ
হালকা
মেঘের আনাগোনা
যেন শুভ্র পেঁজা তুলা
বাতাস-ডানায় চেপে
তার ভেসে চলা অজানার পথে!
আকাশের ডানা সে তো
সুদূর নীলিমা
দেখি
সেও নিশ্চিৎ কোন এক
আশ্বাসের দিগন্ত ছুঁয়ে থাকে!
—oooXXooo—