ইচ্ছা করে অনেক কিছু সব হয়না সফল, করতে পুরন পাই ব্যথা যখন হই বিফল। মন চায় করবো কিছু পাবে সেবা সবাই, পাশে পেতে এমন কর্মী খুঁজে আমি বেড়াই। তাদের পেলে হব খুশী যারা আমার মতো, সেবার মাঝে থাকবো বেঁচে ইচ্ছা অবিরত! ভাবতে বড় অবাক লাগে যখন দেখি চোখে, সব হারিয়ে বিনা সেবায় কাঁদছে শুধু শোকে। ব্যাধি যখন করে গ্রাস তখন নিরুপায়, নেই অর্থ পায়না পথ্য ওষুধ কেনা দায়। তাই বলে কি হবে তারা ধুঁকে ধুঁকে শেষ? এগিয়ে এসো হে দরদী! রাখবো তাদের বেশ। অর্থ দিয়ে না পারি তো সেবায় পারব জানি, জীবে প্রেম করলে পরে ইশ্বর মেলে মানি। মানুষ হয়ে মানব সেবা কি আনন্দ তাতে! জাগলে বিবেক সব পারা যায় যা মানুষের হাতে!!