শোনরে জগৎবাসী
রতন চক্রবর্তী
“”””””””””””””””””””””””
শোন শোন শোন শোনরে জগৎবাসি
অনন্তকাল ধরে বিশ্ব ব্রম্মান্ডে বিরাজমান
এক ব্রম্ম দ্বিতীয় নাস্তি
সেই ব্রম্মের সন্তান আমরা ব্রাম্মন সবাই।
হিন্ধু,মুসলিম, খিষ্টান, বৌদ্ধ, জৈন,পারসী
ক্যাথলিক, প্রোটেস্ট্যাড, শিয়া, সুন্নি, হীনযান, মহাজান
ব্রাম্মন, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আরও যত আছে
সবই মিথ্যা জেনে রেখো ভাই।
আমরা দুষ্ঠ স্বার্থান্বেষীদের দ্বারা সৃষ্ট সীমানা বদ্ধ আমেরিকান, রাশিয়ান, পার্সিয়ান, আরোবিয়ান চাইনিজ, জাপানিজ, ভারতীয়, বাংলাদেশী, পাকিস্তানি
কিংবা অন্য কোন দেশের সন্তান নই |
আমরা একই সূর্য্যের ঔরসজাত,একই পৃথিবীর গর্ভের
সমাজবদ্ধ জীব মানুষ সহ
বন্য পশু, পাখি ,কীট, পতঙ্গ, গাছ, লতা, গুল্ম
সন্তান-সন্ততি একই রক্ত ,রসের সবাই |
সর্ব জীবের আদি ভাষা
ওঁয়া ওঁয়া ওঁয়া করেই জন্ম নিয়েছিলাম মাটির বুকে
শোক, দুঃখ, ব্যাথা, বেদনা সহ মৃত্যু কালেও
এ সুন্দর ভুবন করি ত্যাগ ওঁয়া ওঁয়া ওঁয়াতেই |
আলো, জল, মাটি, বাতাসের পরশ
প্রকৃতির অফুরন্ত নিঃস্বার্থ ভালোবাসা দান
প্রয়োজন ভিত্তিক সম সমবন্টনের ধারায়
করি গ্রহণ সকল জীব প্রাণ আমরাতো ভাই |
এমন সার্বজনীন রীতিনীতি করে অলংঘন
সাম্য, শান্তি, মৈত্রী, প্রগতি, যদি আনতে চাও বিশ্বের বুকে
আসবে না কক্ষনো, জেনে রেখো তা
কোনোদিন কোনোমতেই, কোনোমতেই।