পাঠক
মণিকা বড়ুয়া
কবিতা কি বুঝি?
শুধু আঁজলা ভরে পান করি।
গভীর গহনে ঢুকে অমৃত কুড়াই!
গাদা গাদা কবিতার বই কিনি।
নামী অনামী কবিরা সব ইশারায় ডাকে।
কবিতা পড়ি।মন কেমন করে –
মন কখনো ছারখার হয়,
এখনো বিশুদ্ধ হয়।
কখনো কাপুরুষ মনটা
প্রচণ্ড পুরুষত্বে বিদ্রোহী ধ্বজা তুলে নেয়।
ভালো মন্দ জানি না,
পাপ পুণ্য বুঝি না –
শুধু বুঝি –
একটা অসহ্য ভাল লাগা
শিরদাঁড়া বেয়ে নেমে যায়।
মাঝে মাঝে বুকে প্রচণ্ড তোলপাড় –
আমি স্থির কি?
আমি অস্থির কি?
আমি মানুষ কি?
প্রশ্নগুলো সপাং সপাং
বাড়ি মারতে থাকে।
———————