কথা
দীননাথ চক্রবর্তী
কথারা যখন ঝগড়া করে
প্রিয়জনের সঙ্গে
অনেক অনেক ঝগড়া
তখন রাগে রাগে রামধনু
সঙ্গে সঙ্গে অভিমানের দেয়ালে পড়ে মরচে ।
তারপর
বন্ধ ঝগড়া
বন্ধ মুখ
তাই বলে কথার বন্ধ নেই
রাগ ও অনুরাগের বন্ধ নেই
বন্ধ নেই অভিমান।
বরং পেট ফুলে যায়
গ্যাস বেলুনের মত
বলতে না পারা কথা জমে জমে
জোয়ারে কোটালে যেমন
স্রোতে স্রোতে উথলে ওঠে ফুঁসে ওঠে
নদীর বুক পেট।
শুধু অপেক্ষায়
একটু পথ
একটা ফুটো
একটু মুক্ত হওয়া
তাহলেই কথার প্লাবন।
—oooXXooo—