অন্তিম যাত্রার সময় যখন হবে, তখন কি আর এত ভালোবাসা সুখী গৃহ কোন, কেউ কি সাথে রবে ? নিজের লক্ষ্যে নিজেকেই যেতে হবে! কত স্মৃতি, কত আকুতি স্নাত, সব হেথা পড়ে রবে। নিজের লক্ষ্যে নিজেকেই যেতে হবে! আনিনিত কিছু সঙ্গে করে নেবারও নেই অধীকার, যেমন কর্ম, তেমন পাওনা, পথ নেই কোনও পালাবার। ধর্ম কর্ম সব পড়ে রবে পড়ে রবে সব প্রিয়জন, জীবন সায়ন্যে পথ চলা শুরু কোলাহল হীণ নির্জন। ভুল যদি করি, জীবন প্রবাহে, মিথ্যা হবে সব আয়োজন। নিজের লক্ষ্যে নিজেকেই যেতে হবে! সাহায্য করবে কোন জন?