শঙ্কিত পরিবেশ
প্রদীপ সরকার
————————
পরিবেশ আজ মুখর যেন দেবীমাতৃকার আরাধনায়।
তবু কেন যেন আজি গো হৃদয় মম বিষণ্ণ বেদনায়।
মহা হত্যাকাণ্ড চলছে দেখি আজকে পৃথিবী জুড়ে।
কিছু মানুষের লোলুপ লোভে,
জঙ্গল সারা সাফ হয়ে যে যাচ্ছে, দেখি রাতের অন্ধকারে।
সামতা হারিয়ে যাচ্ছে অতি দ্রুত এ গ্রহের প্রাণীকুলে।
বৃক্ষরাজিরা জীবিত না রহিলে,
শ্বাসের বাতাস যে কদাপি নাহি মেলে,
বুঝি একথা আজি মানব সকল পুরাই গিয়েছে ভুলে।
বিষ বাতাসে আজ ছেয়েছে পৃথিবী।
মানবকুলের দোষে, আজ এ গ্রহ ভরেছে দূষণের রোষে, ছাড়িয়েছে মাত্রা সবই।
তাপের প্রভাব আজি বেড়েছে ভীষণ,
সারাদিনই তপন, জ্বালায় দহন, প্রচুর বেড়েছে গরম।
মেরুদেশ আজ গলছে দ্রুত অতি,
পাল্টে যাচ্ছে আজ ঋতুর প্রকৃতি, অবস্থা হচ্ছে চরম।
যদি আজকেও মানুষ ইহা নাহি বোঝে,
চলে যেতে হবে, অদূর ভবিষ্যতে, কোনও ভিন্ন গ্রহের খোঁজে, এই সুন্দর পৃথিবী ছেড়ে।
নিদাঘ তাপেতে, বুঝি আগামীতে, এ গ্রহ যাবে পুড়ে।
—oooXXooo—