মা
দীননাথ চক্রবর্তী
মাগো তুমি কোথায়?
একটা কথা বলবো
চুপিচুপি
কানেকানে।
নাহলে ঠাট্টা করবে সকলে
ঘর পাড়া
বলবে আদিখ্যেতা।
সে বড় লজ্জার মা
কেননা
সে কথার সবটা জুড়েই যে তুমি .
আমিতো জানি
তুমি এসেছো
কাশ শিউলির সঙ্গে সঙ্গে
জগৎ জননী পরিবারের পায়ে পায়ে
বড় বেশী বেশী করে ।
আমার ঘরের নিঃশ্বাসে প্রশ্বাসে
তোমার গায়ের গন্ধ
সিঁড়ি ভাঙা পায়ের শব্দে শব্দে
শিউলি কবিতা
জানালা দরজার পর্দায় পর্দায়
তোমার গা ময় অগুরু চন্দন
জুড়িয়ে যায় মন প্রাণ।
তুমিতো এসেছো আজ
এতদিন ছেড়ে থাকতে পারলে?
জানো মা
দানোয় পাওয়া বাড়িটা আবার
উদাসী বাউলের একতারার মতো
বেজে উঠেছে ।
সে সুরের কথায় কথায়
কদিনের পূজার ব্যঞ্জনার স্বাদ
ভোগের খিচুড়ি
কতদিন যেন খাইনি ।
পায়ে পায়ে তোমার সেই ব্যস্ততা
কপালে ঘামে লেপ্টে থাকা চুল
হাতে নোয়া পলার যুগলবন্দী ।
মাগো একবার আসবে
একটা কথা বলবো
চুপিচুপি
কানেকানে
আসোনা মা।
—oooXXooo—