তুমি বলেছিলে
আগন্তুক
তুমি বলেছিলে প্রাণনাথ,,
এই যে যাওয়া,এখানেই শেষ নয়,
তুমি আবার ফিরে আসবে!
রামধনু রঙ গায়ে জড়িয়ে,
সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে,
কোনো এক অচিন বেশে,
ঠিক আমাকে,আমাকেই ধরা দিতে!!
সেই থেকেই আমি…
নদীতীরে বৃক্ষতলে বসে,,
ঢেউ গুনি আর খেয়া মাঝির গান শুনি!
কত তরী পার হয়,কত অচেনা আসে,
বান ডাকে,কুল ভাঙেগড়ে উৎচ্ছল ত্রাসে!
পাতা ঝরে,নব মঞ্জুরিতে শাখা ভরে,
বেলা গড়ায়,পাখিরা ফেরে নিজ বাসে!
এভাবেই দিন কেটে যায়,রাত নামে,
স্বপ্নের ফেরিওয়ালারা আশ পাঠায় খামে,
ভোর হয় জীবন মাতে সংগ্রামে!
যারা হারিয়ে গেছে চিরতরে জগবন্ধু দীননাথ,
তারাতো কেউই আসেনি ফিরে!
এই প্রতীক্ষার অবসান বুঝি আমার সমাধিতেই!
আমি বুঝে গেছি!
যারা হারায় তারা কেউ ফিরে আসেনা!
যদিও বা আসে,আর ধরা দেয় না!!
“””””””””””””””””””””””””””””””