মনে আছে, সুরঞ্জন ও তোমার ” সুচরিতা ” কাব্যগ্রন্থ; আমি যখন রোদে ঘুরে ঘুরে কালো ম্যানডালোরিয়ান। কালো বলে, বৃষ্টির দিন সব পথ বিলীন। প্রজাপতির ওড়নায়, তুমি বারবার ফিরে আসো সেজে মধুপ ! গভীর বিশ্বাসে, গুল্মলতার ডাঁটিকেই বলেছ, তোমার শেষ রাতের পদ্মনাভি। কালো বর্নে ও সাজিও নুপুর ! যতই কড়া পড়ুক পায়ের পাতায়, ঠোঁটে। চোখের নিচে কৃষক কালো অভিধান। সারা রাত জেগে ভোরের আগ্রহী গানে যোগাযোগ মিলিও। বেঁচে থাকার দিন অন্ধ কোকিল ও হাত দুটো ধরে বলেছিল ! কাঁদছ কেন, সব কালো চিত্রাঙ্গদার শরীরে লেগে আছে তারা মাইল মাইল শত পথ হেঁটেও ঘরে ঘরে ফেরায় অন্ন। আর ভালোবাসার কোনো উজ্জ্বল গাত্র নেই। বলেছ, বহু বসন্তের সমাহারে তোমার দুচোখে পেয়েছি সেই তিন্নি , তিলোক কামোদ মন। সেই প্রেম আগ, বিশ্বাসী জলকুণ্ড। দুর্গা প্রতিমা গড়ার আগে কালো মেঘবালিকার আঁচলেই ফেলে রাখা শিল্পীর কফিকাপ, বিজয়ার ধূনো।