আমরা যেমন আছি- যতই ভাবো বঙ্কু বাবু যতই ছেঁড়ো কেশ, সব সময় রাখবে মনে এটা হীরক রাজার দেশ। মন্ত্রীরা যা বলে বলুক সার বস্তু ফাঁকা, এটা দেবো ওটা দেবো চাইলে বলে নেকা। স্টেজে উঠে নেতা বলে এই করেছি আমি, সব দলের নেতাই ভরু আমিই শুধু দামী। বৃষ্টি হলে জল জমে যায় ময়লা জমে জমে, মন্ত্রীর আর দোষ কি বলো তিনিও আটকে জ্যামে। পথেই যাদের ঘর বাড়ি ভাই ক্ষোভ পুষছে মনে। সবজির দর আবার আগুন বড় লোকেরাই কেনে, হাজার টাকা নিচ্ছে পুলিশ চাষী গুনে গুনে। গরিব মানুষ হয়েছো কেন কে বলেছে হতে, পাঁচ বছরে একবার দিস সারা বছর নীতে।