বিলগন সংগত
ডঃ মদন চন্দ্র করণ
আমার দুঃখ আর সুক্ষ্ম অনু ভূতির
নাম দিলাম পাখি ,কৃষ্ণকলি রাধা চূড়ায়
মূসল ধারে ইছামতির বুকে সায়ক বৃষ্টি
মনের আকাশে চন্দ্রমা কিম্বা
লজ্জা নম্র নয়ন তারা স্বপ্নের দেশ
এযেন অজানা আফ্রিকা এক অসহায় দৃষ্টি
চাঁদ তারার জ্যোতি নিয়ে অশ্রু শয্যায়
স্নিগ্ধ সবুজ বন্ধন হারা ঝড় ভাঙা বনানী!
মুক্ত জীবন নদীর ইচ্ছমতি স্রোতে হৃদয়
কংসাবতির সুরে বিদায়ী যৌবনের গান
উদ্ভ্রান্ত জীবনে বিষণ্ণ ভাগ্যে আশার চাঁদনী !
উদ্দাম যৌবন অতলান্ত টাইগ্রিস মিসিসিপি
ডন নীপার ভোলগা র জলের মতো লাখ লাখ
সুশ্রী সোনালী ফর্সা বসন ভূষণ সজ্জিত বাসর
হৃদবিনার সুক্ষ্ম অনুভূতি ত্যাগ করে মাকাল ফল
হৃদয় অসুখে অশ্রুভরা আঁখি জ্ঞানের করুন সুর
অধরা ফাগুন ইছামতির ঢেউ বিলগ্ন বিস্ময় ঝড় !
—oooXXooo—