এলেন অপরাজিতা
অনিমেষ চ্যাটার্জী
————————–
ভাসলে মন আকাশ নীলে
মেঘের নৌকো সারি সারি,
আশ্বিনে রোদ বারবণিতার
উঠোন জুড়ে ঠাকুর বাড়ি।
নদীর ঠোঁটে কাশের ঝিলিক
পরাণ শিউলি সুবাস মাখে,
ভালোবাসায় শিশির দানা
ধরলো বুকে সকালটাকে।
প্রবাসী কোন নীলকণ্ঠ
খুশির আমেজ বিলালো,
ঘরে ঘরে মেনকা মায়ের
কোল বুঝি আজ ভরালো।
ফুটলো শালুক আপন মনে
হাওয়ার কানে ঢাকের বোল,
বছর পরে আসছেন উমা
বরণ করে ঘরে তোল।
কান্না ভেজা চোখের তারায়
আজ মধুর হাসির বারতা,
কোন পাটনীর খেয়ায় ভেসে
এলেন গো অপরাজিতা।।