আকাশে বাতাসে আগমনি
মৃনাল কান্তি বাগচী
আগমনির সুর বাজিছে
আকাশে বাতাসে
শিউলির সুবাস ছড়িয়েছে
বাতাসে।
দিকে দিকে লেগেছে
কাশফুলের দোলা,
পদ্ম দিঘিতে ফুটেছে পদ্ম
মেলা।
শিউলি গাছে ফুটেছে ফুল
মা দুর্গার আসার অপেক্ষায়
সবাই আকুল।
আকাশ জুড়ে শরত মেঘের
ধুম্র পাহাড়ের আনাগোনা,
ঘাসের ডগায় ভোরের
শিশিরের রূপালী সোনা।
প্রকৃতি সেজেছে অপরূপ
সাজে
মা দুর্গা আসিবে সকলের
মাঝে।
প্রতিবছর মা আসে কৈলাশ
হতে মর্ত্যধামে,
পুজোর ক’টা দিন কাটে
সকলের মহা ধুমধামে।
ধনী গরীব নির্বিশেষে সব
হয়ে যায় একাকার,
মা দুর্গা এই ধরাধামে সবার।
মা এই জগতে সার্বজনীন
তিনি শুভের ত্রাতা, অসুরদের
করে বিলীন।
মায়ের আগমনে ধরনীর
সবাই আনন্দে উঠুক মেতে,
সকল দুঃখ নিরানন্দ দূরীভূত
হয়ে মিশে যাক মহাকালের
স্রোতে ।।।
——-#####——-