মুদ্রাস্ফীতি
কবি — অমর পুরকাইত
মুদ্রার হলে স্ফীতি,
দেশে ঘটে দুর্নীতি।
দ্রব্যের হয় মূল্য বৃদ্ধি,
জনগণ হয় হতবুদ্ধি।
দ্রব্যের মর্যাদা বাড়ে,
প্রশাসনে ঘুন ধরে।
চুরি, ডাকাতি যায় বেড়ে,
মুদ্রার কদর যায় পড়ে।
ভিনদেশী নানা সুযোগ খোঁজে,
প্রলোভন দেখায় নব নব সাজে।
দেশবাসীরা পায় বহু সাজা,
দূর থেকে পররাষ্ট্র নেয় কত মজা।
(প্রজত্নে– সলিল চক্রবর্ত্তী)
—oooXXooo—